মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট। গত মঙ্গলবার সকালে নগরের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার মাধ্যমে বাঙালি স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। জাতির পিতা বাঙালিকে এনে দিয়েছে এক স্বাধীন দেশের পতাকা। বঙ্গবন্ধু সব সময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী–সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন। বর্তমান সরকার তার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং চলমান রয়েছে। জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য রাইসুল ইসলাম চৌধুরী এমিলের সভাপতিত্বে ও জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য ইসমাইল হক চৌধুরী ফয়সালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, রওশন আরা বেগম ও মোছাম্মৎ ফারহানা আফরীন জিনিয়া, জুনিয়র কনসালটেন্ট জিনিয়া চৌধুরী, সিনিয়র মেডিকেল অফিসার তাহমিনা আক্তার, মেডিকেল অফিসার পিংকা চৌধুরী, ইউনিট লেভেল অফিসার ও ভারপ্রাপ্ত ইনচার্জ আবদুল মান্নান, আশরাফউল্লাহ সুজন, মিনহাজ উদ্দিন, নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মর্জিনা আক্তার, কৃষ্ণ দাশ।
স্বাধীনতা দিবসে কার্যক্রমের অংশ হিসেবে উক্ত কর্মসূচির মধ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।