রেড ক্রিসেন্টের ফ্লু কর্নার ও ইনভেস্টিগেশন সেল

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৮:৩৭ পূর্বাহ্ণ

নন কোভিড রোগীদের সেবা প্রদানের লক্ষ্য নিয়ে চলমান মাসব্যাপী ‘ফ্লু কর্নার ও ইনভেস্টিগেশন সেল’ কার্যক্রমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পৌঁছে দিচ্ছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। গতকাল বৃহস্পতিবার ২৪তম দিনের সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে মির্জাপুলস্থ ডা. শেখ শফিউল আজমের বাসভবনে নিয়মিত রোগীকে মেডিসিন, গাইনি, বাতব্যথা, শিশুসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ক্যাম্পে সেবা অব্যাহত রয়েছে।

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সালের নেতৃত্বে নিয়মিত দক্ষ স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে সেবাপ্রাপ্তিদের বিনামূল্যে ব্লাড পেশার পরিমাপ, ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ, পালস্‌ অক্সিমিটারের মাধ্যমের দেহের অক্সিজেন পরিমাপ করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক সাত্তার চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধসবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান