রেড ক্রিসেন্টের ফ্রি সবজি বাজার

| শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৭:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে লকডাউনে খাদ্য সমস্যা নিরসনে নিম্নবিত্ত ও অসহায় পরিবারগুলোতে খাদ্য সামগ্রী হিসেবে চাল ও কাঁচা সবজি তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ালো রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। কোভিড- ১৯ সেবা কার্যক্রমের অংশ হিসেবে সপ্তাহব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে নগরীর মুরাদপুর এলাকায় ফ্রি সবজি বাজার পরিচালনা করা হয়। অসহায় ও নিন্মবিত্তদের চাল, পটল, আলু, বরবটি, মিষ্টি কুমড়া, টমেটো, লাউ ইত্যাদি উপকরণ সমূহ বিতরণ করে কার্যক্রমের সূচনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান গাজী ইফতেকার হোসেন ইমুর সভাপতিত্বে কার্যক্রমে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্ট কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, রাশেদ খান মেনন, আব্দুল মোনাফ, জেলা ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, আজীবন সদস্য মাহাবুব আলম ও কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় তদারকি জরুরি
পরবর্তী নিবন্ধমতিঝিলের আরেক মামলায় মাদানী রিমান্ডে