বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আইএফআরসির সহযোগিতায় রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের আওতায় গতকাল সোমবার নগরীর একটি কনভেনশন হলে ৪০০ কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত অসহায়, অক্ষম মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এম রেজাউল করিম চৌধুরী। সোসাইটির ট্রেজারার ও সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ.ছালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। যুব রেড ক্রিসেন্ট যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমুর সঞ্চালনায় এতে অতিথি সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আবদুল জব্বার, সিটি মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল চট্টগ্রাম বিভাগ মোহাম্মদ আবদুল্লাহ
প্রধান অতিথি বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে যে নগদ অর্থ বিতরণ করা হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। আমাদের সকলের উচিত দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে তাদের সহযোগিতা করে যাওয়া। প্রেস বিজ্ঞপ্তি।