বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জুনিয়র সহকারী পরিচালক ও চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল গতকাল জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে স্মরণসভায় মরহুমের স্মৃতিচারণ করেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. আসলাম খান, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, সিটি রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার মো. আব্দুর রহিম আকন, জয়পুরহাট জেলা ইউনিট লেভেল অফিসার মো. নুরুল করিম, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফ-দৌল্লা সুজন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় যুব কমিশনের চেয়ার ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু, জেলা রেড ক্রিসেন্টের উচ্চমান সহকারী রফিকুল কাদের।
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান মো. ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকরা, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ, জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্যবৃন্দ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম বলেন, আব্দুর রশিদ খান ছিলেন একজন সৎ মানুষ। তিনি সবসময় মানবতার কল্যাণে কাজ করে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।