রেডিসনে শেষ হল দু’দিনব্যাপী হেলথ অ্যান্ড ওয়েলনেস এক্সপো

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে দ্বিতীয়বারের আয়োজিত দু’দিন ব্যাপী হেলথ অ্যান্ড ওয়েলনেস এক্সপো২০২৩ সমাপ্ত হয়েছে। এক্সপোটি যৌথভাবে আয়োজন করেছে দি বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (কলকাতা) এবং মাটিটা ওয়েলনেস এন্ড হসপিটালিটি। সবার জন্য উন্মুক্ত দুদিন ব্যাপী এক্সপো’র দ্বিতীয় দিন গতকাল দর্শনার্থীদের ব্যাপক সাড়া ছিল। এ সময় তারা এক্সপো’তে অংশগ্রহণকারী স্টলগুলো ঘুরে ঘুরে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করেন। স্টলের কর্মকর্তাদেরও দর্শনার্থীদের সাথে হাসিমুখে কথা বলতে দেখা গেছে। এক্সপোটি সফল করার জন্য মাটিটার চেয়ারম্যান ও উইম্যান চেম্বারের সিনিয়র সহসভাপতি ডা. মুনাল মাহবুব এবং দি বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (কলকাতা) সভাপতি অর্ণব বসু সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, রেডিসন ব্লু’র মেজবান হলে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এক ছাদের নিচে ৩০টি দেশিবিদেশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিষ্ঠান অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধনিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার
পরবর্তী নিবন্ধসিপিবি বহদ্দারহাট শাখার সভা