রেটিং ক্লাব টুর্নামেন্টে সিসিপিএ প্রেসিডেন্ট টিম চ্যাম্পিয়ন

| বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আন্তর্জাতিক রেটিং ক্লাব চ্যাম্পিয়নশিপে শেষ রাউন্ডের খেলায় চেস কোড স্পার্ককে ৩..৫ গেমস পয়েন্ট পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৬ খেলার মধ্যে ৫টিতে জয় ও একটিতে ড্র করে ১১ ম্যাচ পয়েন্ট পায় তারা। চ্যাম্পিয়ন দলের দাবাড়ুরা হলেন জাহাঙ্গীর আলম, ফজলে নুর বাপ্পী, আহমেদ হোসেন মজুমদার, প্রকৌশলী এস এম তারেক, মুজিবুর রহমান ও শহীদুর রহমান। সমান খেলায় ৪টিতে জয়লাভ করে এন এফ ৩ চেস একাডেমি ফ্লোটিলা, চাঁদের হাট ও চেস কোড একাডেমি ইন্সপিয়ার্স সমান পয়েন্ট ৮ লাভ করে কিন্তু গেমস পয়েন্ট এগিয়ে থাকায় এন এফ ৩ চেস একাডেমি ফ্লোটিলা রানারআপ, চেস কোড একাডেমি ইন্সপিয়ার্স ৩য় ও চাঁদের হাট চতুর্থ স্থান অর্জন করে। ৫দিনব্যাপী চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনভেনশন হলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের বিভিন্ন বোর্ডে সেরা খেলোয়াড় হয়েছেন এফ এফ৩ একাডেমি ফ্লোটিলা ফিদে মাষ্টার আবদুল মালেক ১নং বোর্ডে, এন এফ৩ ফ্লোটিলা মোহাম্মদ সুলতান ২নং বোর্ডে, সিসিপিএ প্রেসিডেন্ট টীমের আহমেদ মজুমদার ৩নং বোর্ডে, সিসিপিএ প্রেসিডেন্ট টীমের প্রকৌশলী এস এম তারেক ৪নং বোর্ডে, সিসিপিএ প্রেসিডেন্ট টীমের মুজিবুর রহমান ৫নং বোর্ডে ও এন এফ ৩ প্রোডিজির তাইসির আল আবিদ ৬নং বোর্ডে।

টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন নুরুল আমিন। চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি আয়োজনে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও এন এফ৩ চেস একাডেমির সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধবেসিক ক্রিকেট একাডেমির চেয়ারম্যান হলেন দিদার
পরবর্তী নিবন্ধভলিবলে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ বাংলাদেশ