সাগরবেষ্টিত দ্বীপ উপজেলা সন্দ্বেীপর অভ্যন্তরীণ যাতায়াতের অন্যতম বাহন মোটরসাইকেল। সহজলভ্য ও দ্রুত যাত্রী পরিবহন এবং ব্যক্তিগত মালিকানাধীন পরিবহন হিসাবে এখানে মোটরসাইকেলের চাহিদা তুঙ্গে। প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে এ বাহনটি। পুলিশের তথ্যমতে সন্দ্বী প্রায় ১০ হাজার মোটরসাইকেল রয়েছে। এরমধ্যে ৪ হাজার দুইশের বৈধ কাগজপত্র নেই। সমপ্রতি সন্দ্বীপ থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ২৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করলে সংবাদ মাধ্যমে উঠে আসে এ দ্বীপের নাম। এরপর নড়েচড়ে বসে সন্দ্বীপ থানা পুলিশ। মঙ্গলবার রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটকের অভিযান পরিচালনা করে সন্দ্বীপ থানা। আর গতকাল বুধবার সকাল থেকে চট্টগ্রাম জেলা পুলিশ ও জেলা ডিবি পুলিশের যৌথ অভিযানে সন্দ্বীপ থেকে আটক করা হয় প্রায় ৫৫ টি বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেল।
এদিকে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স, এনামনাহার মোড়, আকবর হাটসহ বিভিন্ন হাটবাজার ও মোড়ে মোটরসাইকেল আটকের খবর ছড়িয়ে পড়লে সন্দ্বীপের প্রধান প্রধান সড়কগুলো মোটরসাইকেলহীন হয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) ওয়াসিম ফিরোজ দৈনিক আজাদীকে জানান, পুলিশ সুপারের নির্দেশে চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে সন্দ্বীপে পরিচালিত হচ্ছে লাইসেন্স বিহীন মোটরসাইকেল আটকের অভিযান। সামনে জাতীয় নির্বাচনে অবৈধ বা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে কেউ যাতে নাশকতা না করতে পারে এই জন্য নিয়মিত অভিযানেরই অংশ হিসেবে এ অভিযান বলে জানান তিনি।