রেজাল্ট খারাপের শঙ্কায় সীতাকুণ্ড থেকে নিরুদ্দেশ শিক্ষার্থী রংপুরে উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ৬:২৩ পূর্বাহ্ণ

এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হবে এমন আশংকা করে মা’কে চিরকূট লিখে নিরুদ্দেশ হওয়া মোহাম্মদ মোস্তাকিম হক (১৫) কে রংপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ২২ ডিসেম্বর সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুর মোহাম্মদ বাড়ির মৃত এন এম দিদারুল হকের পুত্র মোস্তাকিম বাড়ি থেকে নিরুদ্দেশ হয়।
জানা যায়, মোস্তাকিম বাসে করে ওইদিনই রংপুর চলে যায়। সেখানে একটি হোটেলে চাকুরি নেয়। তার ব্যবহৃত মোবাইল ট্রেকিং করে পুলিশ তার অবস্থান নিশ্চিত করে তাকে উদ্ধার করে। গতকাল সকালে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।
ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, তার নিরুদ্দেশ হওয়ার ঘটনায় বড় ভাই ফয়সাল হক ২৩ ডিসেম্বর সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এরপর থেকে তাকে উদ্ধারে পুলিশ ব্যাপক তৎপরতা চালায়।
এদিকে মোস্তাকিম হক এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার আশংকায় নিরুদ্দেশ হলেও রেজাল্ট প্রকাশ হওয়ার পর দেখে যায় সে ‘এ’ প্লাস পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই সড়কে ৬ ঘণ্টা বাস চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধদেশে এক সপ্তাহে শনাক্ত রোগী বেড়েছে ৪৮ শতাংশ