রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

| শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

গাছ লাগান, দেশকে বাঁচান’ এই প্রতিপাদ্যে ১ কোটি গাছ রোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর ওমরগণি এমইএস কলেজ মাঠের চারপাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সংগঠনের নির্বাহী পরিচালক মো. জাহেদুল করিম বাপ্পী সিকদারের সঞ্চালনায় ও লায়ন আব্দুল মন্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ আ..ম সারওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রিন্সিপাল নুরুল আমীন, অধ্যাপক এ কিউ এম সাইফুল্লাহ, অধ্যাপিকা আয়েশা বেগম, অধ্যাপিকা জান্নাতুল নাঈম সায়কা, অধ্যাপিকা জেসমিন আক্তার ও অধ্যাপিকা ববি বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের পরিচালক কাজী গোলাম মোস্তফা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিকিউর নুরজাহান প্রপার্টি ফেয়ারের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩