বান্দরবান আলীকদম দুর্গম পাহাড়ি এলাকায় রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের তামপ্রাম পাউ স্কুলে (পাহাড়ের ফুলদের স্কুল) শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. জাহেদুল করিম বাপ্পী ও স্থানীয় ডাংলী পাড়ার সর্দার কাইকন কারবারী এই কার্যক্রমের উদ্বোধন করেন। স্কুলের প্রকল্প পরিচালক কাজী গোলাম মোস্তফার পরিচালনায় প্রধান শিক্ষক কারাও এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী
পরিচালক লায়ন জাহেদুল করিম বাপ্পী সিকদার। প্রধান আলোচক ছিলেন স্থানীয় মহিলা মেম্বার রুইতো ম্রো। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী নাজিম উদ্দিন, দক্ষইন ম্রো, খিংওয়াই ম্রো, দপ্তর সম্পাদক মো. সাইফুল, প্রচার সম্পাদক জিয়াউল হক এবং শিক্ষা প্রকল্প পরিচালক ওসমান পারভেজ সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।