উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল চসিক নির্বাচনে মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে জালালাবাদ ওয়ার্ডের বালুছড়া, অক্সিজেন, বায়েজিদ সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উওত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মঈনুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও রাউজানের পৌর মেয়র দেবাশীষ পালিত, জেলা আওয়ামী লীগ নেতা জাফর আহমেদ, হাসান জামান বাচ্চু, আব্দুল নবী লেদু, কুতুব উদ্দিন, শামসুল আলম, রাশেদ খান মেনন, লোকমান হাকিম কুতুবী, নাজিম উদ্দিন, আব্দুল কুদ্দুস, মাহাবুবুল আলম রিপন, আনোয়ার হোসেন ঝন্টু, এরশাদ হোসেন, কায়সার হামিদ, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।
রেজাউলের সমর্থনে তারকাদের প্রচারণা : সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে দেশের খ্যাতনামা চলচ্চিত্র তারকা শিল্পীরা আজ রোববার বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে প্রচারণা কার্যক্রম শুরু করবেন। এতে চলচ্চিত্র তারকা রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, দিলারা হানিফ পূর্ণিমা, শমী কায়সার, অরুণা বিশ্বাস, তারিন আহমেদ, তানভীর সুইটি, অপু বিশ্বাস, মীর সাব্বির, আজমেরী হক বাঁধন, বিজরী বরকতউল্লাহ, সায়মন সিকদার, মাহিয়া মাহি, ইমরান এবং রোকেয়া প্রাচী অংশগ্রহণ করবেন।
উদ্বোধনের পর দুপুর ১টায় নিউ মার্কেট মোড়, কাজির দেউড়ি হয়ে বিকাল ৩টায় ইস্পাহানী-জিইসি মোড়, ২ নং রেলগেট, অঙিজেন মোড়, মুরাদপুর-বহদ্দারহাট হয়ে কর্ণফুলী নতুন ব্রিজ মোড়ে গিয়ে প্রথম দিনের প্রচারণা কার্যক্রম শেষ করবেন।
পরদিন সোমবার সকাল ১১টায় অলংকার মোড় থেকে শুরু করে টাইগারপাস, দেওয়ানহাট, বাদামতলী মোড় হয়ে ফকিরহাট সল্টগোলা, দক্ষিণ-মধ্যম হালিশহর, ইপিজেড, স্টিল মিল বাজার, এয়ারপোর্টে গিয়ে শেষ হবে।
এমইএস কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদ : মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে গতকাল প্রাক্তন ছাত্রলীগ পরিষদ ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে সাবেক ছাত্রনেতা কোতোয়ালী থানা আওয়ামী লীগের সহ সভাপতি মশিউর রহমান রোকনের সভাপতিত্বে, সাবেক ছাত্রনেতা মহানগর কৃষকলীগের সহ-সভাপতি মুরশেদ আলম ও হাজী সেলিমের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী এঙ কাউন্সিলর ফোরামের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন আতিকুর রহমান, শেখ সোহরাওয়ার্দী, এম এ খালেক, বিপ্লব মিত্র, নাসির হায়দার বাবুল, দেবাশীষ নাথ দেবু, সিরাজুল ইসলাম, মো. খোরশেদ আলম, শিমুল, জাহেদুল আলম, ওমর আলী সুমন, জালাল উদ্দীন বাবু, আমিনুল ইসলাম শানু, কুতুব উদ্দীন নাসির উদ্দীন ফাহিম, মহিউদ্দীন মহি, নিজাম শাহারিয়ার, সুজয় বড়ুয়া, তৌসিফ নুর, খুরশীদ বিন সুহাদ, আবদুল ফরহাদ প্রমুখ।
মহানগর শ্রমিক লীগ : পুরাতন রেল স্টেশন চত্বরে মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে সাধারণ সম্পাদক চট্টগ্রাম ওয়াসা সিবিএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে নৌকা মার্কার সমর্থনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরী। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, প্রধান বক্তা ছিলেন বিদ্যুৎ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, বিশেষ অতিথি ছিলেন তোফায়েল আহম্মদ, মুশফিকুর রহমান, আকসার ইবনে খাজা, সুলতান আহমদ, মহিউদ্দিন আহমদ, ফিরোজ হোসাইন, লুৎফর রহমান, সিরাজুল ইসলাম, নুরুল ইসাম বাচ্চু, রিয়াজ, হিরন মিয়া, ইসমাইল, খোকন, হাসান, নুর হোসেন বুলু, এমরান প্রমুখ।
গোসাইলডাঙ্গা যুবলীগ: চসিক নির্বাচনে আ. লীগ মনোনীত মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরীর নৌকার সমর্থনে গোসাইলডাঙ্গা ওয়ার্ড যুবলীগের উদ্যোগে দিনব্যাপী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার পশ্চিম গোসাইলডাঙ্গা ১ নং ইউনিটে গণসংযোগ ও মিছিলে জাকির মিয়া, মহিউদ্দিন জুয়েল, খোরশেদ আলম, সাইফুর রহমান, মো. সালাহউদ্দিন, সুমন দাশ গুপ্ত, এস এম গিয়াস উদ্দিন, বেলায়েত হোসেন, আবু তারেক, মো. জাবেদ, শফিক জাবেদ, মো. শরিফ, মো. মুন্না, মো. রবিন, মো. আজিজ, শিমুল চৌধুরী, অভিষেক দাশগুপ্ত, দিপাংকর সুশীল প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা এই মেগাসিটিকে আরো নান্দনিকভাবে ঢেলে সাজাতে বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
কৃষকলীগের মতবিনিময় : সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সাথে নির্বাচনী মতবিনিময় করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা কৃষকলীগ। গত শুক্রবার বহদ্দারহাটস্থ রেজাউল করিমের প্রধান নির্বাচনী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তর জেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হাফিজের সঞ্চালনায় মতবিনিময় সভায় কৃষকলীগের কেন্দ্রীয় কমিটি সভাপতি সমীর চন্দ, মোস্তফা কামাল চৌধুরী, রেজাউল করিম রেজা, এড. উম্মে হাবিবা, আরমান চৌধুরী, আতিকুর রহমান চৌধুরী, মোতাহের হোসেন বাবুল, আলমগীর হোসেন, শফিকুল ইসলাম, মোরশেদুল আলম, এম এ হান্নান রানা, মোহাম্মদ সেলিম, নবাব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
যুবলীগ চসিক নির্বাচন পরিচালনা কমিটির সভা : ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী বলেছেন, চট্টলাবাসী আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেবে। ভোটের দিন যুবলীগের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মত ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে। তিনি যুবলীগ চসিক নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত ১নং টিমের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত মন্তব্য করেন। নগরীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মঞ্জুরুল আলম শাহীন। চসিক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদিউল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দুল হক রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম দিদার, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, কেন্দ্রীয় উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোরশেদুল আলম, নগর যুবলীগ সদস্য আকবর হোসেন, হাজী সাইফুল ইসলাম, একরাম হোসেন, মশিউর রহমান দিদার, সাখাওয়াত হোসেন স্বপন, হাবিবুল্লাহ নাহিদ, নুরুল আনোয়ার, নাছের তালুকদার, মঈনুল ইসলাম রাজু, শেখ নাছির প্রমুখ।
পতেঙ্গা থানা ছাত্রলীগ : চসিক মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে পতেঙ্গা থানা ছাত্রলীগের উদ্যোগে গণসংযোগ চালানো হয়েছে। এসময় নেতৃবৃন্দ নৌকা মার্কায় ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা ছাত্রলীগ সভাপতি হাসান হাবিব সেতু, সাধারণ সম্পাদক মেহেরাজ তৌসিফ, সহ সভাপতি পলাশ চন্দ্র আইচ, জিয়াউদ্দিন বাবলু, মিজানুর রহমান, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ সাগর, সৈকত মজুমদার তপু, আরমান হোসেন নয়ন, মো. সোহেল, ইসহাক শাহরিয়ার রিফাত প্রমুখ।