চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সমর্থনে বিভিন্নস্থানে সভা সমাবেশ গণসংযোগ অব্যাহত রয়েছে। এতে নৌকার প্রার্থীর পক্ষে ভোটের দিন গণজোয়ার সৃষ্টি করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।
শেরশাহ বাংলাবাজারে নারী সমাবেশ : শেরশাহ-বাংলাবাজার মোড়ে এক নারী-গণজমায়েতে নগর মহিলা আ.লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের মনোনীত করেছেন তাদের বিজয়ী করুন। তাদেরকে বিজয়ী করলে শেখ হাসিনাকে বিজয়ী করা হবে। মহিলা আ. লীগের উদ্যোগে মেয়র পদে এম রেজাউল করিম চৌধুরী, কাউন্সিলর পদে হাজ্বী মোহাম্মদ ইব্রাহিমের সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কান্তা ইসলাম মিনুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ফরিদ মাহমুদ। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নগর মহিলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদিকা মালেকা চৌধুরী, হাসিনা আক্তার টুনু, হুমায়ুন কবির, প্রকৌশলী মিজানুর রহমান, রাহিমা বেগম, জান্নাত, রোকসানা, শেলী প্রমুখ।
জাতীয় শ্রমিক লীগ: জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গতকাল বালুচরা, জালালাবাদ, অঙিজেন এলাকায় রেজাউল করিম চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে প্রচারণা চালানো হয়। এ সময় মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খাঁন, চট্টগ্রাম মহানগর বাস্তুহারা লীগের সভাপতি জানে আলম, বায়েজিদ থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলম, চকবাজার থানা শ্রমিক লীগের সভাপতি দেবাশীষ চৌধুরী দেবু, ১৬নং ওয়ার্ডের সভাপতি মো. জাবেদ, বায়েজিদ থানা শ্রমিক লীগের সহ-সভাপতি শাহ্ মোবারক, মো. আব্দুল মাসুদ, শুভ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সিআরবিতে গণসংযোগ: বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীকে চসিক নির্বাচনে মেয়র পদে বিজয়ী করার লক্ষ্যে নৌকা মার্কার সমর্থনে মহানগর আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদের আহ্বানে গতকাল সিআরবিতে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খোন্দকার মো. সাইফুল ইসলাম মামুন, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাংলাদেশ পোস্টাল ও ডাক কর্মচারী ইউনিয়ন জিপিও চট্টগ্রামের সম্পাদক মোজাম্মেল হোসেন, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র সভাপতি কাজী হাসান মুরাদ, পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারি সিবিএর সাধারণ সম্পাদক নাঈম উল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, জনতা ব্যাংক সিবিএ’র কার্যকরী সভাপতি আবুল কাশেম, দেবব্রত বড়ুয়া, মোহাম্মদ সেলিম উদ্দিন, কাজী নজরুল ইসলাম প্রমুখ।
মহানগর পূজা পরিষদ: আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণা করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর। গত ২০ জানুয়ারি নগরীর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে গণসংযোগকালে নৌকা প্রতীকে ভোট দিয়ে রেজাউল করিম চৌধুরীকে জয়যুক্ত করার আহবান জানান পরিষদ নেতৃবৃন্দ। মহানগর পূজা পরিষদের সভাপতি অ্যাড. চন্দন তালুকদার ও সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশের নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, লায়ন আশীষ ভট্টাচার্য, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, সুজিত দাশ, হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক, অ্যাড. নটু চৌধুরী, সজল দত্ত, বিপ্লব সেন, দোলন দেব, সুকান্ত মহাজন টুটুল, রাজন দাশ, সাজু চৌধুরী, লিটন দেবনাথ লিখন, পলাশ কান্তি নাথ, টিটু চৌধুরী, মিথুন সরকার প্রমুখ।
নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ : ৪২নং নাসিরাবাদ (সাংগঠনিক) ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীক ও ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোরশেদ আলমের লাটিম প্রতীকের সমর্থনে নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আ.লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম জাফর চৌধুরীর সভাপতিত্বে ও আলী আকবরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ আমিনুল ইসলাম।
১১নং ওয়ার্ডে গণসংযোগ : ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক ইসমাইলের সহধর্মিণী কামরুন নাহার। তিনি ওয়ার্ডের উকিল বাড়ি, মানউল্লাহ তালুকদার বাড়ি, কালা মিয়া মিস্ত্রি বাড়িসহ বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের আগামী ২৭ জানুয়ারি নৌকা ও টিফিন ক্যারিয়ার প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। এসময় তার সাথে মহিলা নেত্রী পারভিন আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার লিফলেট বহদ্দারহাট, চকবাজার, ষোলশহর ২নং গেইট, চান্দগাঁও বিতরণ করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দ মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিমকে নৌকা প্রতীকে ভোট প্রদানের অনুরোধ জানান। লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আলহাজ্ব এম হারুন অর রশিদ, সদস্য সচিব লায়ন এম শফিউল আলম, সাইফুল করিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাশেম, এম মোরশেদুল আলম চৌধুরী, রিমন মুহুরী, নাসির উদ্দিন সোহাগ, ক্যাপ্টেন ইমরান হোসেন প্রমুখ।