আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, যে কোন সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। একথা মাথায় রেখে আমাদেরকে নির্বাচনী তৎপরতা বাড়াতে হবে। নিজেদের মধ্যে ঐক্য জোরদার করে ভোটারদের কাছে সরকার ও দলের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। গতকাল শনিবার রেজাউল করিম চৌধুরীর বাসভবনে উঠান বৈঠকে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসীনের উদ্যোগে শুলকবহর ওয়ার্ড ও ৪২ নম্বর সাংগাঠনিক মহিলা ওয়ার্ডের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা শাহাজান হামেদী, ৪২ নম্বর সাংগঠনিক ওয়ার্ড় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সালমা আক্তার, ফাতেমা জোহরা, পারভীন আক্তার, ঝরনা আক্তার, মোসাম্মৎ রীমা আক্তার, মোসাম্মৎ শিউলি বেগম, কলি বড়ুয়া, নাহিদা বেগম, মোসাম্মৎ আসমা বেগম, মমতাজ বেগম। প্রেস বিজ্ঞপ্তি।