আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে আবারও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামানের কাছে লিখিত এ অভিযোগ দেয় নাগরিক ঐক্য পরিষদ। সংগঠনের আহ্বায়ক একরামুল করিম স্বাক্ষরিত দুটি অভিযোগপত্র নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল গতকাল সন্ধ্যায় হাসানুজ্জামানের স্টাফ অফিসারের কাছে জমা দেন। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডা. শাহাদাতকে সমর্থন দিয়েছে পেশাজীবীদের সমন্বয়ে গঠিত নাগরিক ঐক্য পরিষদ।
গতকাল দেয়া অভিযোগপত্রে বলা হয়, গতকাল সরকারদলীয় মেয়র প্রার্থী রেজাউল করিম আবারও নির্বাচন কমিশনের আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা এবং গাড়িবহরের শোডাউন দিয়ে প্রচারণায় অংশগ্রহণ করেছেন, যা বারবার নির্বাচনী আচরণবিধি সুনির্দিষ্টভাবে লঙ্ঘন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলা হয়, এ অবস্থা চলমান থাকলে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। অভিযোগপত্রে নাগরিক ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে চকবাজার থানার অভিযান এবং পাঁচজনকে গ্রেপ্তরের বিষয়টিও জানানো হয়।