পাঁচ সেটের লড়াই শেষে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের পুরুষ এককে রাশিয়ার দানিল মেদভেদভকে হারিয়ে ইতিহাস গড়লেন এই স্প্যানিশ তারকা। রোববার রড লেভার অ্যারেনায় ২-৬, ৬-৭, ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে জিতে নেন নাদাল। সেইসঙ্গে ৩৫ বছর বয়সী এই তারকা রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে হটিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়লেন। নাদালের এ নিয়ে টেনিসের মেজর ২১টি ট্রফি জয় হলো। এতদিন ফেদেরার ও জোকোভিচের সঙ্গে যৌথভাবে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ে শীর্ষেই ছিলেন। তবে বর্তমানে এককভাবে শীর্ষে উঠলেন।