টাইফুন ডকসুরির অবশিষ্টাংশের প্রভাবে রেকর্ড বৃষ্টির পর বন্যা দেখা দেওয়ায় বেইজিংয়ের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় শহর ঝুঝৌতে উদ্ধার তৎপরতা জোরদার করেছে চীনের কর্তৃপক্ষ। ছয় লাখেরও বেশি বাসিন্দার শহরটির তলিয়ে যাওয়া বিশাল অংশ থেকে স্থানীয়দের সরিয়ে নিতে গতকাল কয়েক হাজার উদ্ধারকর্মীকে সেখানে পাঠানো হয়েছে। খবর বিডিনিউজের।
ঝুঝৌ হেবেই প্রদেশের একটি নগরী। এক দশকেরও বেশি সময়ের মধ্যে চীনের উত্তরাঞ্চলে আঘাত হানা সবচেয়ে খারাপ ঝড়ের কবলে পড়েছে নগরীটি। এই ঝড়ের কারণে চীনে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।