আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট : আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রামের ব্যবস্থাপনায় ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ওরশ কমিটির আহ্বায়ক আলহাজ মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে গত ২৬ অক্টোবর ষোলশহরস্থ আলমগীর খানকায় পবিত্র গেয়ারভী শরীফ, সৈয়্যদ আবদুল কাদের জিলানী (রহ.)’র পবিত্র ফাতেহা ইয়াজদহ্ম মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও মাহফিলে বক্তারা বলেন, ইসলামের সোনালী যুগের অবসানের পর বিশ্বব্যাপী মাথাচাড়া দিয়ে উঠে নানা ভ্রান্তমতবাদ। নীতি–নৈতিকতা ও ধর্মীয় ক্ষেত্রে মুসলিম সমাজে দেখা দেয় বিভ্রান্তি, ধর্মীয় ক্ষেত্রে উদাসীনতা ও নির্লিপ্ততায়, আর শাসকদের মধ্যে বেড়ে যায় স্বেচ্ছাচারিতা ও ভোগ বিলাসিতা। এমন ক্রান্তিকালে মুসলমানদের দিক নির্দেশনা প্রদানে অপরিহার্য হয়ে উঠে একজন পথপ্রদর্শকের। এমন যুগসন্ধিক্ষণে দিকভ্রান্ত মানুষের মাঝে আশার আলো নিয়ে আবির্ভূত হন পীরানে পীর, দস্তগীর খাজা শেখ সুলতান সৈয়্যদ মীর মুহিউদ্দীন আবদুল কাদের জিলানী। দ্বীনের প্রচার প্রসারে এবং জটিল ইসলামী তথ্য ও তাত্ত্বিক সমাধানে সর্বদা তিনি নিজেকে নিয়োজিত রাখেন। এতে উপস্থিত ছিলেন– আনোয়ার হোসেন, মুহাম্মদ সামশুদ্দিন, এস.এম.গিয়াস উদ্দিন শাকের, মুহাম্মদ মাহবুবুল আলম, পেয়ার মোহাম্মদ, প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, অধ্যক্ষ কাজী আবদুল আলিম রেজভী, শাহাজাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ কমর উদ্দিন সবুর, মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মুহাম্মদ নূরুল আমিন, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ আবদুল হাই মাসুম, তসকির আহমেদ, মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পু, মুহাম্মদ মাহাবুব ছফা, আশেকে রাসুল খান বাবু, মোহাম্মদ হোসেন খোকন, অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, মুহাম্মদ মাহবুবুল হক খান, ছাবের আহমদ, মুহাম্মদ আবদুল্লাহ, মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, মুহাম্মদ মহিউদ্দিন, জমির উদ্দিন মাস্টার,অ্যাড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মুহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার,ড. লিয়াকত আলী প্রমুখ। শেষে জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মুনাজাত করা হয়।
ঘাটফরহাদবেগ আতরজান জামে মসজিদ : টেরী বাজার ঘাটফরহাদবেগ আতরজান জামে মসজিদের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কুরআন তেলোওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে মোট ১৮০ জন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বিশেষ ছিলেন টেরী বাজার ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ সেহাব উদ্দিন, ডা. আবদুল ওয়াদুদ, ফজল আহমদ, মো.ফেরদৌস , শহীদুল ইসলাম চৌধুরী, সাগর, এহসান প্রমুখ। সভাপতিত্ব করেন মোহাম্মদ ইলিয়াছ। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ মোরশেদুল আলম।
বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসা: বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, শরীরের জন্য চিকিৎসকের যেমন প্রয়োজন হয়, তেমনিভাবে রূহের জন্যও চিকিৎসকের দরকার হয়। আল্লাহ তায়ালার প্রকৃত অলিগণ হলেন মানুষের রূহানি চিকিৎসক। বড়পীর গাউসুল আজম আবদুল কাদের জিলানী (রহ🙂 হলেন সেইসব রুহানী চিকিৎসকদের শিরোমণি তথা ইমামুল আউলিয়া। মুসলিম উম্মাহর উপর তাঁর অপরিসীম অবদানের কথা জাতি চিরদিন স্মরণ করতেই থাকবে। গত ২৬ অক্টোবর বৃহস্পতিবার বাদে এশা বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসা, হেফজখানা,এতিমখানা ও জামে মসজিদের ব্যবস্থাপনায় ফাতেহায়ে এয়াজদাহুম উদযাপন উপলক্ষে অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও হাফেজ জিল্লুর রহমান কুতুবীর সঞ্চালনায় অনু্ষি্ঠত মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। প্রধান বক্তা ছিলেন প্রভাষক মহিউদ্দিন নেছারী, সৈয়দুল করীম তাহেরী, হাফেজ মোহাম্মদ ইসমাইল। উপস্থিত ছিলেন, আবু তাহের ফারুকী, পেয়ার মোহাম্মদ, হাজী আহমদ কবীর সওদাগর, মোহম্মদ রফিক কোম্পানি, হাজী মুহাম্মদ রেজাউল করীম, হাজী মোহাম্মদ ইলিয়াছ সওদাগর, হাজী মোহাম্মদ আলী, মাস্টার নাছির উদ্দিন, রূহুল কাদের চৌধুরী, হাজী শামসুল আলম, মাওলানা আবদুল হান্নান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।