রূপালী ব্যাংকের ত্রিপক্ষীয় ও জাতীয় শুদ্ধাচার সভা

| শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

রাষ্ট্রয়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে গতকাল নগরীর ও আর নিজাম রোডস্থ রূপালী ব্যাংক টাওয়ারে ত্রিপক্ষীয় সভা ২০২২ এবং জাতীয় শুদ্ধাচার কৌশল অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত। প্রথম সেশনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাণিজ্যিক অডিট অধিদপ্তর ও রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে ত্রিপক্ষীয় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মৃত্যুঞ্জয় সাহা। ব্যাংকের জিএম ও চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রধান মোহাম্মদ শাহজাহান চৌধুরী উক্ত সভা পরিচালনা করেন। দ্বিতীয় সেশনে জাতীয় শুদ্ধাচার কৌশল অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান আলোচক হিসেবে মৃত্যুঞ্জয় সাহা বলেন, আমাদেরকে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।
ব্যাংকের জিএম ও চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রধান মোহাম্মদ শাহজাহান চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা, প্রধান কার্যালয়ের কমপ্লায়েন্স বিভাগের ডিজিএম আলী ইমাম, চট্টগ্রাম পশ্চিম, পূর্ব এবং কক্সবাজার জোনের জোনাল ম্যানেজার যথাক্রমে এস এম দিদারুল আলম, বেগম কামরুন নাহার, জি এম মহিউদ্দীন দস্তগীর। এছাড়া ও আর নিজাম রোড আগ্রাবাদ ও রূপালী সদন কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক যথাক্রমে এরশাদ হোসেন চৌধুরী, এস এম বুরহান উদ্দীন, মো. জামাল আবু নাসেরসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক, বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা আরিফুজ্জামান, কামরুল হুদা এবং সংল্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাগণ। বিবিরহাট শাখার প্রিন্সিপাল অফিসার শেখ ফজলুল করিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহৃদরোগে চবি শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধআইইবি চট্টগ্রাম কেন্দ্রের মানববন্ধন