রূপালি গিটার স্কয়ার থেকে হাসপাতালের সাইনবোর্ড সরানো হোক

| সোমবার , ১ মে, ২০২৩ at ৯:৩৫ পূর্বাহ্ণ

বিদেশি এক গিটারের দোকানে গিয়ে কাছাকাছি রাখা গিটারগুলো নেড়েচেড়ে দেখছেন এক যুবক হঠাৎ অদূরেই একটা গিটারের উপর চোখ পড়ল তার। কাচের বাক্স বন্দী। দোকানিকে এটার কথা বলতেই সে যুবকের আপাদমস্তক একবার পরখ করে নিল। কোন দেশ থেকে এসেছে জিজ্ঞেস করল। তারপর যা বলল তার অর্থ দাঁড়ায়, এই গিটার তোমার মত বাংলাদেশি লোকের জন্য না, এটা এখানকার সবচেয়ে দামি রূপালী গিটার, তুমি বরং অন্যটা দেখ। যুবক দোকানিকে বললেন, তুমি একবার আমাকে একটু দেখতে দাও, আমি এবং আমার টিমের কাছে যত ডলার আছে আশা করি আমরা এটা নিতে পারব। কিছুটা অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে গিটারটা দেখতে দিল সে। তারপরেরটা একটা ইতিহাস’।

গিটার হাতে পেলেই যুবকটি যেন কেমন হয়ে যান। এমনই বাজানো শুরু করলেন যে আশপাশে জনসমাগম হয়ে গেল। সেই দোকানির তখন মাথা নষ্ট। দোকানী বিনয়ের সঙ্গে বাচ্চুকে বললেন, তুমি এটা নাও আমি ওটা অর্ধেক দামে দিয়ে দেবো বাচ্চু বলেন, এটা তুমি আমাকে বিনে পয়সায় দিলেও নিব না, তুমি আমার দেশকে অপমান করেছ। দোকানি ক্ষমা চাইলেও সেই গিটার আর দিতে পারল না। যে গিটারের জন্য দেশ অপমানিত হয়, সেই গিটার আইয়ুব বাচ্চু দ্বিতীয়বার বাজায় না। মাত্র ৫৬ বছর বয়সে ১৮ অক্টোবর ২০১৮ না ফেরার দেশে পাড়ি জমান আইয়ুব বাচ্চু। দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারবাদক, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক। চট্টগ্রামের পটিয়ায় তাঁর জন্ম। এই শহরের অলি গলিতে তাঁর বেড়ে উঠা। তাঁর স্মৃতি রক্ষার্থে চট্টগ্রামে প্রবর্তক মোড়ে রূপালী গিটার স্কয়ারে একটি স্মৃতি স্মৃতিস্তম্ভ স্থাপন করেন চট্টগ্রাম সিটি করপোরেশন। কিন্তু হঠাৎ কয়েকদিন হলো ওখানে একটি হাসপাতালের সাইনবোর্ড, এটা শিল্পীকে অপমান করা হয়। আমরা আশকরি ও জোর দাবি জানাই হাসপাতালের সাইনবোর্ড টি সরিয়ে নিতে।

জিন্নাহ চৌধুরী, সভাপতি, বাংলাদেশ সহিত্য পরিষৎ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসাখাওয়াত হোসেন মজনু : প্রাবন্ধিক ও নিষ্ঠাবান গবেষক
পরবর্তী নিবন্ধশ্রমিকরা দেশের সোনার মানুষ