রূপসী বাংলাদেশ

শিরিন আফরোজ | বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:১৪ পূর্বাহ্ণ

মাঝি মাল্লার ভাটির গানে

রাখালীয়ার বাঁশির টানে

আমার সবুজ শ্যামল দেশ

আমার রূপসী বাংলাদেশ ।

জন্ম আমার গাঁয়ের মায়ায়

বেড়ে উঠা যে সবুজ ছায়ায়

আমার সবুজ শ্যামল দেশ

আমার রূপসী বাংলাদেশ ।

রং মাখা সেই গাঁয়ের বাঁকে

কৃষ্ণচূড়া ফুল ছড়িয়ে থাকে

আমার সবুজ শ্যামল দেশ

আমার রূপসী বাংলাদেশ ।

আমার মনের আকাশ জুড়ে

গাঁয়ের সুবাস বেড়ায় ঘুরে

আমার সবুজ শ্যামল দেশ

আমার রূপসী বাংলাদেশ ।

পূর্ববর্তী নিবন্ধটইটই
পরবর্তী নিবন্ধখোকার ঘুমরোগ