আফ্রিকার দেশ রুয়ান্ডার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পর হড়কা বানে অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ৯৫ জন নিহত হওয়া ছাড়াও আরও অনেকে আহত হয়েছেন এবং বেশ কয়েকজন তাদের বাড়িতে আটকা পড়েছেন। খবর বিডিনিউজের।
ওয়েস্টার্ন প্রভিন্সের গভর্নর হাবিতেগেকো ফ্রাঁসোয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সারারাত ধরে ভারী বৃষ্টি হয়েছে। এতে এনগোরোরেরো, রুবাবু, নয়াবিহু, রুকসিরো, কারোঙ্গি জেলায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা বহু প্রাণ ও পরিবারকে হারিয়েছি। যারা তাদের বাড়ির নিচে আটকা পড়েছেন এবং আহতদের কথা না বললেই নয়। যতজনকে সম্ভব আমরা উদ্ধার করার চেষ্টা করছি। আগের দিনও বৃষ্টি হওয়ায় মাটি নরম হয়ে ছিল। পরের বৃষ্টিতে ভূমিধসে রাস্তাগুলো বন্ধ হয়ে যায়।