রুল শুনানির জন্য হাই কোর্টে উঠছে আজ

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র

| সোমবার , ২৭ জুন, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির মিথ্যা গল্প’ বানানোর নেপথ্যের প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে তাদের বিচারের মুখোমুখি করার প্রশ্নে দেওয়া রুল আজ সোমবার হাই কোর্টে উঠছে শুনানির জন্য।

পদ্মা সেতু উদ্বোধনের পরদিন গতকাল রাষ্ট্রপক্ষ পাঁচ বছর আগে জারি হওয়া ওই রুলের শুনানি চেয়ে তা আদালতে উপস্থাপন করে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ তখন আজ সোমবার শুনানির দিন ঠিক করে।

সংশ্লিষ্ট হাই কোর্ট বেঞ্চে দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি আদালতে উপস্থাপন করেন। তিনি বলেন, এ বিষয়ে পাঁচ বছর আগের একটি রুল জারি করা হয়েছিল, আজ আমি রুলের বিষয়টি শুনানির জন্য আদালতে উপস্থাপন করেছি, এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল সময় নির্ধারণ করবে বলে আদালত উল্লেখ করেছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুতে উঠবেন কি না ‘ভয়ে’ বিএনপির হারুন
পরবর্তী নিবন্ধহালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের স্মরণ সভা