হাটহাজারীতে নিজ রুমে আটকা পড়া আবদুল্লাহ মো. তাজকিব নামে আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।
গতকাল রবিবার সকালে পৌরসদরস্হ ফটিকা এলাকার শাহজালাল পাড়ায় আবদুল মতিন ভিলায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, পৌর সদরস্থ আবদুল মতিন ভিলায় ২য় তলায় নুরুল আলমের পুত্র তাজকিব খেলার ছলে রুমের দরজার লক পড়ে গেলে রুমে ভিতর আটকা পড়ে। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও লক খুলতে না পারায় আতঙ্কিত হয়ে পড়ে।পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়।ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মো. শাহাজাহানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লক খুলে শিশুটিকে উদ্ধার করে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহাজাহান জানান, রবিবার সকালে খবরে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা খানিক চেষ্টার পর হাইড্রোলিক ডোর ওপেনার দিয়ে দরজা লক খুলে আড়াই বছরের শিশুটিকে ঁজীবিত অবস্থায় উদ্ধার করি।