রুমিন ফারহানাসহ বিএনপির ৯ নেতা বহিষ্কার

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় রুমিন ফারহানা ও জাতীয় নির্বাহী কমিটির আরও চার সদস্যসহ ৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বিডিনিউজের।

বহিষ্কার হওয়া নেতারা হলেনজাতীয় নির্বাহী কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালেক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও ছাত্রদলের সাবেক সহসভাপতি তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হল। এসব নেতাসহ বিএনপির পৌনে ২০০ এর বেশি বিভিন্ন পর্যায়ের নেতা দলের মনোনয়ন না পেয়ে ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর পর দিনই এই ৯ জনকে বহিষ্কার করল দলটি। এ দিন সকালেই হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ফার্মে ডাকাতি, নিয়ে গেছে ১২টি গরু
পরবর্তী নিবন্ধপিসিআইইউতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের প্রস্তুতি সভা