রুমা-রোয়াংছড়িতেও নিষেধাজ্ঞা বাড়লো ১১ ডিসেম্বর পর্যন্ত

আবারো থানচিতে পর্যটকদের ভ্রমণে মানা

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৪ ডিসেম্বর, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

বান্দরবানে সীমান্তবর্তী এলাকাগুলোতে সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে রুমা, রোয়াংছড়ি এবং থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

গতকাল শনিবার বিকালে দশম দফায় বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয়।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, বান্দরবান জেলার রুমা, রোয়াংছড়ি এবং থানচি তিনটি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে আড়াই মাস ধরে।

পূর্ববর্তী নিবন্ধআজিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধরাউজানে প্রবাসীর বাসায় দুর্র্ধর্ষ চুরি