বান্দরবানের পর্যটন স্পট শৈলপ্রপাত ঝর্ণা এলাকায় বেইলি ব্রীজের পাটাতন ভেঙে রুমা, থানচি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল রবিবার রাত আটটায় এ ঘটনা ঘটে।
সড়ক বিভাগ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার পর্যটন স্পট শৈলপ্রপাত ঝর্ণা এলাকায় সবজি বোঝাই একটি ট্রাক পেরুনোর সময় বেইলি ব্রীজের পাটাতন ভেঙে ট্রাকের দুটি চাকা আটকে গেছে। ব্রীজের মধ্যে মাল বোঝাই ট্রাক আটকে বান্দরবানের সঙ্গে রুমা, থানচি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের দু’পাশে আটকে পড়েছে অসংখ্য গাড়ি।
সড়কে আটকা পড়া ভুক্তভোগী ফয়েজুর রহমান, ওয়াহেদ আজগর বলেন, রুমা থেকে বান্দরবান হয়ে চট্টগ্রাম যাবার পথে শৈলপ্রপাতে ব্রীজের পাটাতন ভেঙে মাল বোঝাই একটি ট্রাক ব্রীজের মধ্যে আটকে গেছে। দেড় ঘন্টা ধরে আটকে আছি আমরা। সড়কের দু’পাশে অসংখ্য গাড়ি আটকে পড়েছে। বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল স্টীমিটার শরীফ হোসেন জানান, সড়কটি বর্তমানে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ রক্ষণাবেক্ষণ করে। তাদের বিষয়টি জানানো হয়েছে। সেনাবাহিনীর টিম ঘটনাস্থলের দিকে গেছে।












