বান্দরবানের রুমায় বৌদ্ধ ভিক্ষুর ওপর হামলার ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শনিবার ফৌজদারি অপরাধে রুমা সার্বজনীন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি উ. নাইন্দিয়া মহাথের মামলাটি দায়ের করেন। রুমা বাজার পরিচালনা কমিটির সভাপতি দেব বৌদ্ধ বিহারের একাংশের সভাপতি অঞ্জন বড়ুয়াকে প্রধান আসামি করে ২২ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।
সূত্র জানায়, এজাহার মোতাবেক গত ৫ ও ৬ এপ্রিল রুমা উপজেলা দেব বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উ. চাইন্দাসারা মহাথেরসহ অনুষ্ঠানে আসা পলিতং পাড়া বিহারাধ্যক্ষ উ নাইন্দাসারা মহাথের, থানা পাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ তেচিন্দা মহাথের এই ভিক্ষুদের উপরে দুই দফা হামলা চালানো হয়। এতে রুমা দেব বৌদ্ধ বিহারাধ্যক্ষ উ. চাইন্দাসারা মহাথের আহত হন। তিনি বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে বৃহস্পতিবার বৌদ্ধ ভিক্ষুদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে রুমায় এক মানববন্ধন কর্মসূচি থেকে ২৪ ঘণ্টার মধ্যে ভিক্ষুদের উপর হামলায় জড়িতদের আটক করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।












