রুমায় যুবককে গুলি, প্রতিবাদে যান চলাচল বন্ধ, বিক্ষোভ

| বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:১০ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলায় এক যুবক গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে রুমা বাজারে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ চাঁদা না দেওয়ায় সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টকেএনএফের সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে রুমা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড রিঝুক পাড়া এলাকায় গুলির এ ঘটনা ঘটে। আহত যুবক উহ্লা চিং মারমা (৩৫) রিজুক পাড়ার বাসিন্দা মৃত মোনাক মারমার ছেলে।

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা জানান, ভোরে উহ্লাচিং বাড়ির পাশের জঙ্গলে ওঁৎ পেতে থাকা একদল অজ্ঞাত সন্ত্রাসীকে দেখতে পান। তাদের দেখে ভয়ে পালিয়ে আসার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেটি তার শরীরের পেছন দিকে বিদ্ধ হয়।

বিডিনিউজ জানায়, যুবককে গুলির ঘটনার প্রতিবাদে সকাল থেকে রুমা বাজারমুখি সড়কগুলির যান চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা। পরে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বেলা ১২টার দিকে বাজারে বিক্ষোভ মিছিল করেন তারা। রুমার সচেতন এলাকাবাসীর ব্যানারে করা এ মিছিল শেষে দাবি পূরণ না হলে বুধবারও বাজারে বিক্ষোভের ঘোষণা দেন তারা। পরে বেলা সোয়া ১টার দিকে তারা অবরোধ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈ মং মারমা বলেন, এলাকাবাসী জানিয়েছেন কেএনএফ সদস্যরা এর আগে রিজুক পাড়া থেকে চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় কেএনএফ সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন তারা।

রুমা উপজেলা মেডিকেল অফিসার মো. মোস্তফা রুবেল সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ৮টায় গুলিবিদ্ধ এক যুবককে ভর্তি করানো হয়েছিল। গুলিটি শরীরে ঢোকার চিহ্ন থাকলেও বের হওয়ার কোনো চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে গুলিটি তার শরীরের মধ্যে রয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধএই অর্জনে মহেশখালীর মাটি ও মানুষের অধিকার আছে
পরবর্তী নিবন্ধমধুর বসন্ত এসেছে