রুমায় বাস চাপায় স্কুলছাত্র নিহত, ক্ষুব্ধ জনতা আগুন দিল বাসে

বাঁশখালীতে কিশোরীর মৃত্যু

বান্দরবান ও বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমায় বাস চাপায় মথি ত্রিপুরা () নামে এক পাহাড়ি ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রজনতা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত মথি রুমা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও রেমাক্রি প্রাংসা ইউনিয়নের আনন্দপাড়ার বাসিন্দা রুদিয়া ত্রিপুরার পুত্র। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রুমা উপজেলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মথি ত্রিপুরা স্কুলের সামনের সড়কে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় যাত্রীবাহী বাস রাস্তার পাশে পার্কিং করতে গিয়ে তাকে বিদ্যালয়ের দেয়ালের সঙ্গে চাপা দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় রুমা স্বাস্থ্য কমপ্লেঙে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, বাস চাপায় ছাত্রের মৃত্যুর খবরে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেনাবাহিনী, পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঘাতক সুগন্ধা বাস সার্ভিসের হেল্পার সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।

বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মনিকা আক্তার (১৫) নামে এক সিএনজি টেঙি যাত্রী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বাঁশখালী প্রধান সড়কের বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া হাবীবের দোকানের দক্ষিণে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। নিহত মনিকা আক্তার কঙবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি উত্তর রাজঘাটের ৩ নম্বর ওয়ার্ডের নাছির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চট্টগ্রাম শহর থেকে মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা নম্বরবিহীন সিএনজির যাত্রী ছিল মনিকা আক্তার। বাঁশখালী প্রধান সড়কের বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া হাবীবের দোকান এলাকায় এসে পৌঁছালে সিএনজি থেকে ছিটকে পড়ে মনিকা। এসময় বিপরীত দিক আসা বাঁশখালী থেকে যাওয়া চট্টগ্রাম শহরমুখী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় ওই কিশোরী।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারেরর করে থানা মর্গে রাখা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করা হচ্ছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধতিন দিন পর ছাড়া পেলেন লামায় অপহৃত ২৫ শ্রমিক
পরবর্তী নিবন্ধএটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম