রুমায় গ্রেফতার আরও ১ জন কারাগারে

কেএনএফের ব্যাংক ডাকাতি মামলা

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৮:৫৩ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি মামলায় কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তার সাই খোয়াই বম (৭১) রুমার পাইন্দু ইউনিয়নের বাচাৎলং পাড়া এলাকার মৃত থাংলিং বমের পুত্র। গতকাল সোমবার দুপুরে পুলিশ তাকে বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূরুল হকের আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগ শুনে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, রুমায় ব্যাংক ডাকাতি, হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ ও অস্ত্র লুটের মামলায় গ্রেপ্তারকৃত এক ব্যক্তিকে আদালতে হাজির করা হলে অভিযোগ শুনে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে রুমাথানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট, ব্যাংকের অর্থ ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় এ পর্যন্ত নয়টি মামলা হয়েছে। তার মধ্যে থানচিতে ৪টি ও রুমায় ৫টি মামলায় ৮২ জনকে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৪ জন নারীও রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপিকা ফেরদৌস আরা আলীমের প্রবন্ধগ্রন্থের উপর আলোচনা
পরবর্তী নিবন্ধসনি সেন্টার এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করল র‌্যাংগস ইলেকট্রনিক্স