রুব গোল্ডবার্গ: নতুন ধারার কার্টুন আবিষ্কারক

| মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

রুব গোল্ডবার্গ। পুরো নাম রুবেন গ্যারেট লুসিয়াস। তিনি ছিলেন একজন আমেরিকান কার্টুনিস্ট, স্থপতি, লেখক, প্রকৌশলী ও আবিষ্কারক।
রুব গোল্ডবার্গ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার, সান ফ্রান্সিস্কোতে ১৯৮৩ সালের ৪ জুলাই জন্মগ্রহণ করেন। গোল্ডবার্গের বাবা ছিলেন একজন সান ফ্রান্সিসকো পুলিশ এবং ফায়ার কমিশনার, যিনি তরুণ রুবেনকে ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়তে উৎসাহিত করেছিলেন। রুবে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, বার্কলে থেকে ১৯০৪ সালে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এবং সান ফ্রান্সিসকো শহরের জল ও নর্দমা বিভাগের একজন প্রকৌশলী হিসেবে নিয়োগ পান। ছয় মাস পর তিনি সান ফ্রান্সিসকো ক্রনিকলে যোগদানের জন্য পদত্যাগ করেন যেখানে তিনি একজন ক্রীড়া কার্টুনিস্ট হয়ে ওঠেন। পরের বছর, তিনি সান ফ্রান্সিসকো বুলেটিনে একটি চাকরি নেন, যেখানে তিনি ১৯০৭ সালে নিউইয়র্ক সিটিতে চলে যাওয়ার আগ পর্যন্ত ছিলেন, নিউ ইয়র্ক ইভিনিং মেইলের সাথে স্পোর্টস কার্টুনিস্ট হিসাবে চাকরি খুঁজে পান। তিনি সবচেয়ে বেশি পরিচিত জটিল যন্ত্রপাতির নকশা নিয়ে আঁকা জনপ্রিয় কার্টুনগুলোর জন্য। তিনি তার কার্টুনে এইসব যন্ত্র দিয়ে সোজা, সরল কাজকর্ম কতটা প্যাঁচালো উপায়ে করা যায় তা দেখিয়েছেন। তার এই কাজের সাথে মিল রয়েছে যুক্তরাজ্যের হিথ রবিনসনের যন্ত্রের। যে কার্টুন সিরিজটি তাকে দীর্ঘস্থায়ী খ্যাতি এনে দিয়েছিল তা হল দ্য ইনভেনশনস অফ প্রফেসর লুসিফার গর্গনজোলা বাটস। সেই সিরিজে, গোল্ডবার্গ কমের পেটেন্ট আবেদনের আকারে লেবেলযুক্ত স্কিম্যাটিক্স আঁকেন। জটিল ‘উদ্ভাবন’ যা পরে তার নাম বহন করে। প্রফেসর বাটসের চরিত্রটি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ মাইনিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের রুবের অধ্যাপক ফ্রেডরিক স্লেটের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ফ্রেডরিক স্লেট তার ইঞ্জিনিয়ারিং ছাত্রদের একটি স্কেল তৈরি করার কাজ দিয়েছিলেন যা পৃথিবীর ওজন করতে পারে। স্কেলটিকে ‘বারোডিক’ বলা হত। গোল্ডবার্গের কাছে, এটি গাম্ভীর্য এবং হাস্যকরতার একটি হাস্যকর সংমিশ্রণের উদাহরণ যা তার কাজের অনুপ্রেরণা হিসাবে কাজ করে। ১৯৩৮ সালে গোল্ডবার্গ নিউইয়র্ক সান-এর সম্পাদকীয় কার্টুনিস্ট হিসাবে কাজ করেছিলেন। তিনি ‘পিস টুডে’ শিরোনামের একটি কার্টুনের জন্য সম্পাদকীয় কার্টুনের জন্য ১৯৪৮ সালে পুলিৎজার পুরস্কার পান। তিনি ১৯৪৯ সালে নিউ ইয়র্ক জার্নাল-আমেরিকান-এ চলে যান। এবং ১৯৬৩ সালে অবসর নেওয়া পর্যন্ত সেখানে কাজ করেন। ১৯৭০ সালের ৭ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধফুটওভার ব্রিজের সঠিক ব্যবহার চাই