চট্টগ্রাম কারাগার থেকে পালানোর ঘটনায় করা মামলায় গ্রেফতার বন্দী ফরহাদ হোসেন (২০) রুবেলের ৭দিন রিমান্ড চায় পুলিশ। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম আদালতে রিমান্ড চেয়ে এ আবেদন করে কোতোয়ালী থানা পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ওসি নেজাম উদ্দিন আজাদীকে বলেন, যদিও রুবেল এখনো অসুস্থ। এরপরও আদালতে আমরা রিমান্ড আবেদন করে রেখেছি। আবেদন মঞ্জুর হলে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আদালত সূত্র জানায়, পুলিশের রিমান্ড আবেদনের উপর বৃহস্পতিবার কোনো শুনানি হয়নি। উল্লেখ্য, ৯মার্চ ভোরে পলায়নের তিনদিন পর নরসিংদীর ফুফুর বাসা থেকে রুবেলকে গ্রেফতার করে পুলিশ। পরে মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি কারাগারে চিকিৎসাধীন।