বাংলাদেশ রুদ্রপাল সমিতির কার্যকরী কমিটির সভা গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরের কেন্দ্রস্থল দোস্ত বিল্ডিংয়ে সমিতির অস্থায়ী কার্যালয়ে ‘বারুপাস’ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার প্রারম্ভে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত অধ্যক্ষ প্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্রের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদানের পর সমিতির কার্যকরী কমিটির সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ নারায়ণ চন্দ্র পালকে সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। সভায় সঞ্চালক ছিলেন সাংগঠনিক সচিব আশীষ কুমার রুদ্র, সভায় পবিত্র গীতাপাঠ করেন নির্বাহী সদস্য সুকুমার রুদ্র। স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব মিলন কান্তি রুদ্র। বক্তব্য রাখেন কমলেন্দু রুদ্র, শম্ভু চন্দ্র পাল, রাখাল চন্দ্র পাল, প্রিয়নাথ রুদ্র, সানন্দ রুদ্র, প্রকাশ রুদ্র, স্বপন রুদ্র, সমীরণ রুদ্র, দীপক চন্দ্র পাল, সত্যানন্দ পাল, ডা. শিমুল কুমার রুদ্র, দয়াল রুদ্র, অমল রুদ্র, ললিত কান্তি রুদ্র, সুনীল চন্দ্র পাল, মিলন কান্তি রুদ্র, সাধন বিকাশ পাল, হারাধন চন্দ্র পাল, নারায়ণ চন্দ্র রুদ্র পাল, প্রকৌশলী পরিমল চন্দ্র পাল, স্বপন কুমার রুদ্র প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।