বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। ভবানীপুর থেকে লড়ছেন তিনি। গত মঙ্গলবার (৬ এপ্রিল) নিয়ম অনুযায়ী হলফনামায় সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন এ অভিনেতা। ২০১৯-২০ সালে তার বার্ষিক আয় হয়েছিল ৪১ লাখ ৬৮ হাজার ৮৯০ রুপি। ২০১৮-১৯ সালে তার বার্ষিক আয় ছিল ৪৮ লাখ ৬৫ হাজার ৫০ রুপি। রুদ্রনীলের কাছে নগদ ৩৫ হাজার রুপি আছে। রুদ্রনীলের নামে চারটি ব্যাংক অ্যাকাউন্ট আছে। ব্যাংক অ্যাকাউন্ট, ফিঙড ডিপোজিটসহ মোট ৪০ লাখ ৮৯ হাজার ২০৪ রুপি আছে তার। ২৮ হাজার ৭৬৮ রুপি মূল্যের একটি হাতঘড়ি আছে এ অভিনেতার।
হাওড়ার বাসিন্দা রুদ্রনীল। সেখানে ৩৬০ বর্গফুটের একটি জমি আছে। যার বর্তমান বাজারমূল্য ৭ লাখ ৩১ হাজার ৪০০ রুপি। এ ছাড়া তার তিনটি বাড়ি ও ফ্ল্যাট আছে। যেগুলোর বাজারমূল্য এক কোটি ২৮ লাখ ৭ হাজার ১৯৫ রুপি।
জনপ্রিয় এ অভিনেতার কোনো গাড়ি নেই। ঋণের বোঝা আছে তার ঘাড়ে। ৬৯ লাখ ৯০ হাজার ২৮৪ টাকার হোম লোন আছে নামে নামে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন রুদ্রনীল। তার আগে তৃণমূল ঘেঁষা ছিলেন এ অভিনেতা। তারও আগে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বারবার দল বদল করায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে রুদ্রনীলকে। তবে সেসব ছাপিয়ে এখন ভোট প্রচারে ব্যস্ত এ অভিনেতা।