রীতা সেনগুপ্তা লক্ষ্মী

| রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ১০:১৪ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সদস্য সুমি সেনগুপ্তার মাতা রীতা সেনগুপ্তা লক্ষ্মী (৭৩) গত ২ এপ্রিল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত ব্যধিতে আক্রান্ত ছিলেন। তিনি ৩ মেয়ে, জামাতা, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। ঐদিন রাতে নগরীর বলুয়ারদীঘি পাড় অভয়মিত্র ঘাট শ্মশানে তাঁর

শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, রীতা সেনগুপ্তা লক্ষ্মী আশির দশকের একজন গুণী মঞ্চনাটকের অভিনেত্রী ছিলেন। তিনি আনোয়ারা থানার পরৈকোড়া গ্রাম নিবাসী প্রয়াত রনজিৎ সেনগুপ্তের সহধর্মিণী।

তাঁর মৃত্যুতে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি সোহেল আনোয়ার ও সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজসহ বোধনের আবৃত্তিশিল্পীরা শোক প্রকাশ ও প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাগাড়ে ময়লা পোড়ানো যাবে না : রিজওয়ানা
পরবর্তী নিবন্ধসংস্কৃতি চর্চায় আগামী প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে