স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩–২ গোল ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। এই হারের পরই সাত মাসের কোচিং অধ্যায় শেষ হয় জাবি আলোনসোর। স্প্যানিশ এই কোচের বিদায়ের দিনই নতুন বস পেয়েছেন কিলিয়ান এমবাপে–ভিনিসিয়ুস জুনিয়ররা। রিয়াল মাদ্রিদের দায়িত্ব পেয়েছেন আলভারো আরবেলোয়া। ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিচ্ছেন আরবেলোয়া। চুক্তির মেয়াদ প্রকাশ করা হয়নি। আলোনসোর সঙ্গে ‘পারস্পরিক সমঝোতায়’ বিচ্ছেদের কথা জানিয়ে রিয়াল তাকে ক্লাবের একজন কিংবদন্তি হিসেবে সম্মানও জানায়। এতদিন রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ ছিলেন আরবেলোয়া। ২০২৫ সালের জুন থেকে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে কাস্তিয়া প্রিমেরা আরএফইএফের গ্রুপ–১ তে চতুর্থ স্থানে রয়েছে দলটি। ২০২০–২১ মৌসুমে ইনফান্তিল ‘এ’ দিয়ে আরবেলোয়ার কোচিং ক্যারিয়ার শুরু হয়। খেলোয়াড় হিসেবে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ২৩৮ ম্যাচ খেলেছেন আরবেলোয়া। জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগসহ আটটি শিরোপা। স্পেনের জার্সিতে খেলেছেন ৫৬ ম্যাচ। ছিলেন ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ ও ২০১২ ইউরোজয়ী দলে।












