রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ বার্সার

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

এবারও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা দ্বিতীয়বার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। জেদ্দায় অনুষ্ঠিত ফাইনালে এল ক্লাসিকোর পুরো আমেজটাই পাওয়া গেছে। পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে বার্সা জিতেছে ৩২ গোলে। হান্সি ফ্লিকের শিষ্যদের এটি ছিল টুর্নামেন্টে ১৬তম শিরোপা। কাতালানরা গত মৌসুমের ফাইনালেও লস ব্লাঙ্কোসদের হারিয়েছিল। ম্যাচের ৭৩তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার ভাসানো শট থেকে পাওয়া গোলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। তবে প্রথমার্ধের শেষভাগে ঘটে যাওয়া নাটকীয় সব ঘটনা ম্যাচটিকে জমিয়ে দিয়েছিল। ৩৬তম মিনিটে জোরালো শটে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন রাফিনহা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে দ্রুত তিনটি গোল হলে বিরতিতে যাওয়ার আগেই দুই দল সমতায় চলে আসে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জুলস কুন্দেকে নাটমেগ করে জালে বল পাঠান ভিনিসিয়ুস জুনিয়র। যোগ সময়ের চতুর্থ মিনিটে বার্সেলোনাকে আবার এগিয়ে দেন রবের্ত লেভানডোস্কি। কিন্তু দুই মিনিট পরই বক্সের ভেতরের জটলার সুযোগে গোল করে সমতা ফেরান গঞ্জালো গার্সিয়া। এই সময় লাল কার্ডের ঘটনাও ঘটে। যোগ করা সময়ে হাঁটুর চোট কাটিয়ে বদলি নামা কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফ্রেঙ্কি ডি ইয়ং। শেষদিকে দুই পক্ষ সুযোগ তৈরি করলেও রোমাঞ্চকর সমাপ্তিতে শেষ হাসি হেসেছে বার্সেলোনা। এই জয়ে ২০১১ সালের পর টানা দ্বিতীয়বার স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিশ্চিত করে ফ্লিকের দল।

পূর্ববর্তী নিবন্ধআফ্রিকা নেশনস কাপের সেমিফাইনাল পর্ব
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবলে পটিয়া ও বড় উঠানের জয়