নগরীর রিয়াজুদ্দিন বাজারের চৈতন্য গলি থেকে আনুমানিক ২ হাজার ৩শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার এক অভিযানে সংস্থাটির কর্মকর্তারা এসব জব্দ করেন। তবে কারও বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নগরের রিয়াজুদ্দিন বাজার চৈতন্য গলি থেকে আনুমানিক ২৩০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। অভিযানে সহকারী পরিচালক আবদুল্লাহ আলমতিন, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহজাদা মো. সামসুজ্জামান, পরিদর্শক মো. মনির হোসেন, সাখাওয়াত হোসাইন এবং বাংলাদেশ পুলিশ বিভাগের ৪ সদস্যের টিম অংশগ্রহণ করেন।










