রিয়াজউদ্দিন বাজারে ২ টন পলিথিন জব্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২০ at ৪:৫০ পূর্বাহ্ণ

নগরীর রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে ২ টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারের তালাচাবি গলিতে অভিযান চালানো হয়েছে। এ সময় একটি দোকানে ২ টন পলিথিন পাওয়া যায়। দোকান দুটি সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানের সময় দোকানের লোকজন পালিয়ে যাওয়ায় প্রতিষ্ঠানের মালিককে এনফোর্সমেন্ট নোটিশ দেওয়া হয়েছে। শুনানি শেষে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবিলুপ্তপ্রায় সাম্বার হরিণ পরিবারে নতুন অতিথি
পরবর্তী নিবন্ধদুই ফ্লোর নামতেই নয় মাস…