রিহ্যাব চট্টগ্রাম রিজিয়ন ও জেলা রেজিস্ট্রারের মধ্যে মতবিনিময় সভা

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:৩৫ পূর্বাহ্ণ

রিহ্যাব চট্টগ্রাম রিজিয়ন ও জেলা রেজিস্ট্রারের মধ্যে মতবিনিময় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন ফ্ল্যাট, প্লট রেজিস্ট্রি ও ব্যাংক মর্টগেজ, পাওয়ার অব অ্যাটর্নি সহজীকরণ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় তিনি উল্লেখ করেন, বর্তমানে চট্টগ্রামে অনেকেই ব্যক্তি পর্যায়ে শেয়ার বিল্ডিং তৈরি করে নিয়ম বহির্ভূতভাবে রিয়েল এস্টেট ব্যবসা করছে। একটি জমি ক্রয় করে ৫০১০০ জনকে সামান্য জমির শেয়ার বিক্রি করে ঐ জমির উপর বহুতল ভবন নির্মাণ করে ৫০টি১২০টি ফ্ল্যাট তৈরি করছে। এ ধরনের শেয়ার বিল্ডিং এ ফ্ল্যাটের কোনো রেজিস্ট্রেশন হচ্ছে না এবং ভবন নির্মাণে কোনো প্রকার বিধিবিধান অনুসরণ না করায় এ সকল ফ্ল্যাট বসবাসের অনুপযোগী। এ সকল ফ্ল্যাট ক্রেতা অন্য কারো কাছে বিক্রি করার সময়ও আইনগত জটিলতায় পড়তে হয়। এই অনিয়ম বন্ধের জন্য তিনি জেলা রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কোচেয়ারম্যান () মোহাম্মদ মোরশেদুল হাসান রিয়েল এস্টেট সেক্টরে সেকেন্ডারি বাজার সৃষ্টির জন্য রেজিষ্ট্রেশন ফি, স্ট্যাম্প ডিউটি, গেইন ট্যাক্স ইত্যাদি বিদ্যমান হার হ্রাস করে সব মিলিয়ে মাত্র ৪.% হারে দ্বিতীয়বার ফ্ল্যাট/প্লট ক্রয় বিক্রয়ের ব্যবস্থা প্রবর্তন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

মতবিনিময় সভায় জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান রিহ্যাবের প্রস্তাবনাগুলো গুরুত্বের সাথে নিয়ে জমি, ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সমাধান এবং রেজিস্ট্রি প্রক্রিয়া সহজ করার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম এবং সদর সাব রেজিস্ট্রারবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ৩৫টি প্রতিষ্ঠানে ৫ হাজার চারা বিতরণ
পরবর্তী নিবন্ধআইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে