রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের ২০২১-২০২৩ মেয়াদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ গতকাল শনিবার দায়িত্ব গ্রহণ করেন। এ সময় নবনির্বাচিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। চতুর্থ বারের মত রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যগণ আবদুল কৈয়ূম চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী রিহ্যাবের ২০২১-২০২৩ মেয়াদের নবনির্বাচিত পর্ষদের পরিচালক ও চট্টগ্রাম রিজিনাল কমিটির কো-চেয়ারম্যান ইঞ্জি. মোহা. দিদারুল হক চৌধুরী, পরিচালক ও চট্টগ্রাম রিজিনাল কমিটির কো-চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভির এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হিসেবে নির্বাচিত নাজিম উদ্দিন, মোরশেদুল হাসান, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান ও শারিস্থ বিনতে নূর-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের বিদায়ী কমিটি রিহ্যাব চট্টগ্রামের জন্য অনেক কাজ করেছেন। রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের উন্নয়নে চট্টগ্রামের সকল রিহ্যাব সদস্যদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












