অগ্রণী ব্যাংক আসদগঞ্জ শাখার ১৯০ কোটি ৭০ লাখ ৭১ হাজার ২৯৮ টাকা খেলাপী ঋণ আদায়ের মামলায় বন্ধকী সম্পত্তিতে রিসিভার নিয়োগের পর আপস করেছেন মেসার্স জয়নব ট্রেডিং কোম্পানী লিমিটেড। আপস অনুযায়ী সুদ বাবদ ৫১ কোটি ৮৯ লাখ ৩৪ হাজার ২৯৮ টাকা মওকুফ করা হয়েছে। বাদ বাকী ১৩৮ কোটি ৮১ লাখ ৩৭ হাজার টাকা আগামী এক বছরে ব্যাংককে পরিশোধ করবে ব্যবসা প্রতিষ্ঠানটি। এ সময়ের মধ্যে ঋণ পরিশোধ
না করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আদালত। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালতে ব্যাংকের সাথে জয়নব ট্রেডিং এ আপোষ করেন।
আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঋণ পরিশোধ না করায় সম্প্রতি ব্যাংকের কাছে থাকা জয়নব ট্রেডিংয়ের মর্টগেজ বরাবর রিসিভার নিয়োগ করা হয়। দেওয়ানী কার্যবিধির অর্ডার ৪০ রুল ১ অনুযায়ী ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে উক্ত রিসিভার নিয়োগ করা হয়। মর্টগেজ সম্পত্তির যাবতীয় আয় গ্রহণ করে অগ্রণী ব্যাংকে (বাদী) রাখার জন্য জয়নব ট্রেডিংয়ের নামে হিসাবও খোলা হয়। সেই অনুযায়ীই চলছিল সবকিছু। এরই মধ্যে ব্যাংকের সাথে আপোষ করবে মর্মে সিদ্ধান্ত নেন জয়নব ট্রেডিং এবং আদালতকে অবহিত করেন। একপর্যায়ে ব্যাংক তাতে একমত হলে আজ (গতকাল) আদালত দুপক্ষের মধ্যে আপোষের ব্যবস্থা করে দেন।
আদালত সূত্র জানায়, মেসার্স জয়নব ট্রেডিং কোম্পানী লিমিটেডের বিরুদ্ধে ২০২০ সালের ২ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক অর্থঋণ মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়, প্রতিষ্ঠানটির এমডি মো. আবদুল্লাহ মাহমুদ চেয়ারম্যান এবং পরিচালক রাইয়ান পিয়ারা নাহাস, বন্ধক দাতা এবং জামিনদার শাহ ইয়াসিন, শাহ ইমরানশাহ নেওয়াজ, শাহ মো. আরাফাত এবং সামশুল আলম।