রিলায়েন্স গোসাইলডাঙা ফুটবল লিগের ফাইনাল সম্পন্ন

| সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

নগরীর ৩৬ নং গোসাইলডাঙ্গা ও নিমতলা ওয়ার্ডের সংগঠন গোসাইলডাঙ্গা প্রজন্ম ৭১’ ক্লাব এর আয়োজনে এবং রিলায়েন্স শিপিংয়ের আর্থিক পৃষ্ঠপোষকতায় গোসাইলডাংগা ফুটবল লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৮ই জানুয়ারি শনিবার নগরীর বন্দর স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নিমতলা বন্ধু মহল ১০ গোলে ঐকতান ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের মো. আদর ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে মো. রবিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যকরী সদস্য ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মো. সাইফুল আলম খাঁন। বিশেষ সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ তারিকুল ইসলাম তানভীর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যকরী সদস্য ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর কাজী মো. জসীম উদ্দিন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মো. রায়হান উদ্দিন রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় নাঈম আজিজ। এসময় ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আজাদ, মিনহাজ, রুবেল, রাজীব, সজীব, কামরুল, লিটন, কাওসার, রবিন, আতাউল, তুষার, আশিক, হৃদয়, সাকিব, ফয়সাল, সাজ্জাদ, মাইনু, সিফাত, সুজন, আলবি, মুন্না, সিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআউটফিল্ড : সরাসরি মাঠ থেকে বিটিভি চট্টগ্রামের ক্রিকেট অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধক্যারিবীয় সিরিজ বিশ্বকাপের জন্য বড় সুযোগ : বাংলাদেশ অধিনায়ক জ্যোতি