রিয়াজউদ্দিন বাজার, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে সমিতির আওতাভুক্ত মোহাম্মদীয়া প্লাজা ও রিজোয়ান কমপ্লেক্সে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ইসমাইল হোসেন ইকবাল, মোঃ শাহাদাত হোসেন ও মোঃ রিদুয়ানের স্মরণে শোকসভা, দোয়া মাহফিল ও সহায়তা প্রদান অনুষ্ঠান সম্প্রতি সাতকানিয়ার সোনাকানিয়া মির্জাখীল কুতুব পাড়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মোতালেব এমপি। সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলীমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা মুন্নি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডাঃ আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কতুব উদ্দীন চৌধুরী, সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জুবায়ের, এওছিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ, সোনাকানিয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দীন ও তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা মাওলানা মাহমুদুল হক, জসিম উদ্দিন কবির, আবুল হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেক, আবু তালেব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সিনিয়র সহ–সভাপতি মোঃ ফারুক আজম এম এ, সহ সভাপতি সেলিম উদ্দিন, বজলুর রহমান, তৌহিদুল আলম তৌহিদ, সেলিম উদ্দিন, ওমর ফারুক, জাফর ইকবাল, মোঃ জসিম উদ্দিন, মোঃ সাদেক হোসাইন, মিনহাজ উদ্দীন, মিনহাজুল আবেদীন, আবদুর ছফুর নয়ন, আরিফ চৌধুরী। অনুষ্ঠানে এম এ মোতালেব এমপি বলেন, সবাইকে সামর্থ্য অনুযায়ী অগিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।