রিয়াজউদ্দিন বাজার আড়তদার সমিতির বার্ষিক সাধারণ সভা

| রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:২৭ পূর্বাহ্ণ

রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আলহাজ রশিদ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ সলিম উল্লাহ বাচ্চু। প্রধান বক্তা ছিলেন আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আবদুস সালাম মাসুম। সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন মো. ফারুক শিবলী। বক্তব্য রাখেন মোহাম্মদ তারেক, রুহুল কাদের, মো. হারুন উর রশিদ লিটন, আলহাজ কামাল উদ্দিন, আবু তৈয়ব কালু, নাছির উদ্দিন, আজগর হোসেন, আব্বাস হোসেন, মো. মহসিন, আবদুস সামাদ, মো. সেলিম মিন্টু, আলহাজ জাফর আহম্মদ, মো. সাব্বির, আব্বাস উদ্দিন, সুমন পাল চৌধুরী, মো. লোকমান হাকিম, এম. সাইফুদ্দিন, রাজু আহাম্মদ, বিপ্লব পাল চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, সমিতি এবং ব্যবসায়ীদের যে কোন সমস্যা নিরসনে অতীতের মতো সব সময় আমি পাশে থাকব। কাউন্সির আবদুস সালাম মাসুম বলেন,ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজারের আড়তদার ব্যবসায়ীদের কল্যাণে আমরা আমরা আন্তরিকভাবে কাজ করি। আড়তদার ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সদস্য ব্যবসায়িরা কৃষিজাতপণ্য কাঁচা তরিতরকারি মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে নিরলসভাবে কাজ করছে। বাজার ও রাস্তার উন্নয়ন, ট্রাফিক শৃঙ্খলা সহ আড়তদার ব্যবসায়ীরা নানা সমস্যায় জর্জরিত। তারা ব্যবসায়ীদের বিদ্যমান এ সব সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। সভায় কাউন্সিলর আলহাজ আবদুস সালাম মাসুমকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধতামাকের ব্যবহার থেকে বিরত থাকতে হবে