রিমান্ড শেষে ৪ আসামি ফের কারাগারে

থানচিতে ব্যাংক ডাকাতি মামলা

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ৬ মে, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচিতে দুটি ব্যাংক ডাকাতির মামলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৪ আসামিকে রিমান্ড শেষে ফের কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দুপুরে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হোসাইনের আদালতে পুলিশ অভিযুক্ত ৪ আসামিকে হাজির করে। আদালত অভিযোগ শুনে আসামিদের ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেনভাননুন নুয়াম বম (২৩), আসেলন চেও বম (১৯), ভানলাল বয় বম (৩৩) ও জিপ চালক কপিল উদ্দিন সাগর। বিষয়টি নিশ্চিত করে বান্দরবান কোর্ট পুলিশের উপপরিদর্শক প্রিয়েল পালিত জানান, থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতির মামলায় কেএনএফের সঙ্গে জড়িত ৪ আসামিকে ২ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত আসামিদেরকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধ৮ লাখ পেনশনার মাসের প্রথম কর্মদিবসে পেনশন পাচ্ছেন
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে আরো তালগাছ রোপণের উদ্যোগ