ঢাকার মোহাম্মদপুরে কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় চার দিনের রিমান্ড শেষে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকালে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী।
রিমান্ড শেষে মামলার নতুন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শরীফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিদের পক্ষে জামিন চাওয়া হয়নি। তাদের আইনজীবী আশরাফ উল আলমকে বিচারক জিজ্ঞাসা করেন, তিনি কোনো আবেদন দেবেন কিনা। উত্তরে আইনজীবী বলেন, না, পরবর্তী সময়ে দেব। খবর বিডিনিউজের।
গত ৬ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে শাহজাহান রোডের জেনিভা ক্যাম্প সংলগ্ন ভবনের নবম তলায় আশফাকুল হকের বাসা থেকে পড়ে মারা যায় প্রীতি উরাং নামের ১৫ বছর বয়সী ওই কিশোরী।