রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আশফাক ও তার স্ত্রী

গৃহকর্মীর মৃত্যু

| সোমবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫৩ পূর্বাহ্ণ

ঢাকার মোহাম্মদপুরে কিশোরী গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় চার দিনের রিমান্ড শেষে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকালে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী।

রিমান্ড শেষে মামলার নতুন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শরীফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিদের পক্ষে জামিন চাওয়া হয়নি। তাদের আইনজীবী আশরাফ উল আলমকে বিচারক জিজ্ঞাসা করেন, তিনি কোনো আবেদন দেবেন কিনা। উত্তরে আইনজীবী বলেন, না, পরবর্তী সময়ে দেব। খবর বিডিনিউজের।

গত ৬ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে শাহজাহান রোডের জেনিভা ক্যাম্প সংলগ্ন ভবনের নবম তলায় আশফাকুল হকের বাসা থেকে পড়ে মারা যায় প্রীতি উরাং নামের ১৫ বছর বয়সী ওই কিশোরী।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক খুন
পরবর্তী নিবন্ধস্বদেশ আবৃত্তি সংগঠনের কথামালা ও আবৃত্তি অনুষ্ঠান