রোটারি ক্লাব অব চিটাগং রিভার শাইনের বৃক্ষরোপন কর্মসূচি নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ে মাঠে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটরিয়ান রোহেলা খান চৌধুরী। বিশেষ অতিথি ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ শাহাজাহান, ডিস্ট্রিক্ট জয়েন্ট ট্রেজারার রোটারিয়ান কাজী মো. আশেকে এলাহী। প্রধান অতিথি পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর জন্যে রোটারিয়ানদের প্রতি আহবান জানান। কর্মসূচিতে বনজ ও ফলদ চারাগাছ রোপন এবং বিতরণ করা হয়। ক্লাব সভাপতি রোটারিয়ান ডা. এম, এ, করিম সকলকে ধন্যবাদ জানান। তিনি ক্লাবের সেবামূলক কর্মকান্ডে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।এতে উপস্থিত ছিলেন রোটারিয়ান তাসনিম আবেদিন, রোটরিয়ান তাসকিয়া জহুর চৌধুরী, রোটরিয়ান তানিয়া কবির, রোটারিয়ান শামিমা আফরোজ খান, রোটরিয়ান সানিউল ইসলাম, রোটরিয়ান সরকার কামরুল মামুন, রোটরিয়ান আজিজুল হক, রোটরিয়ান সাব্বির চৌধুরী, অ্যাডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর, আবদুল মোতালেব লিটন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।