রিভারস্টোন রেস্টুরেন্টের এরাবিয়ান লাউঞ্জে জাঁকজমকভাবে গত ৩ জানুয়ারি উদযাপিত হয় রিভারস্টোন রেস্টুরেন্টের ১ম বর্ষপূর্তি। আয়োজনে সভাপতিত্ব করেন রিভারস্টোনের চেয়ারম্যান মো. নুরুল হুদা। প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর ডা. মো. নুরুল আবসার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ও কক্সবাজারের রেস্টুরেন্ট ব্যবসায়ী আবু সুফিয়ান জসিম ও রিভারস্টোন রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্কাস উদ্দিন।
এছাড়াও রিভারস্টোন রেস্টুরেন্টের পরিচালক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক মো. আক্কাস উদ্দিন তাঁর বক্তব্যে চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র পতেঙ্গাকে উন্নত ও আধুনিকায়নের মাধমে এগিয়ে নিতে চান বলে উল্লেখ করেন।
এছড়াও রিভারস্টোনের গত একবছরের সেবাগ্রহণকারী আগত অতিথি, পরিবার এবং কর্পোরেট সংস্থাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, নেভালের মতো একটি পর্যটন কেন্দ্রকে আগত অতিথিদের বিশ্বমানের সেবা প্রদানের লক্ষ্যে রিভারস্টোনকে অত্যাধুনিকভাবে পরিচালনা করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।












